1. successrony@gmail.com : admi2017 :
  2. editor@dailykhabor24.com : Daily Khabor : Daily Khabor
রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ন

বয়সের ব্যবধান বাধা হচ্ছে না নিক-প্রিয়াঙ্কার

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৯ বার পড়া হয়েছে

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ব্যক্তি জীবনে দশ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন তিনি। তবে বয়সের ব্যবধান তাদের দাম্পত্য জীবনে কোনো বাধা হচ্ছে না।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সাধারণ দম্পতিদের মতো পরস্পরের অভ্যাস ও পছন্দগুলো বুঝতে হবে। সমস্যা খোঁজার চেয়ে এটি আরো রোমাঞ্চকর মনে হচ্ছে। এখন পর্যন্ত কঠিন কিছু মনে হচ্ছে না।’
এই অভিনেত্রী আরো বলেন, ‘নিজের মনের মতো মানুষ খুঁজে পাওয়া সত্যিই স্বস্তির ব্যাপার। আমার পেশা যেটিই হোক, আমার প্রতি সকলের ধারণা যাই হোক না কেন, দিন শেষে আমি একটি মেয়ে যে যতটুকু সম্ভব নিজের মতো করে বাঁচতে চাই। আমি খুবই সৌভাগ্যবান যে আমার সঙ্গী আমাকে সেটি করতে সাহায্য করছে।’

করোনা মহামারির এই কঠিন সময়ে নিকের সঙ্গে যুক্তরষ্ট্রে রয়েছেন প্রিয়াঙ্কা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোয়ারেন্টাইনে আমরা একসঙ্গে অনেক সময় কাটানোর সুযোগ পেয়েছি। এটি আমাদের জন্য খুবই সৌভাগ্যের। কারণ পেশাগত কারণে সময় বের করা আমাদের জন্য খুবই কঠিন।’

প্রিয়াঙ্কা অভিনীত পরবর্তী সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। আগামী ২২ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরো খবর