বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত পাকিস্তানে যাবে না, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ১১:৫৩ এএম

ভারত পাকিস্তানে যাবে না, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!


এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। অনেক জল ঘোলা হওয়ার পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ফলে ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। আগামী বছর আরও একটি বড় টুর্নামেন্টের আয়োজক হিসেবে রয়েছে বাবর আজমের দেশ। ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। কিন্তু এবারও বেঁকে বসেছে ভারত। পাকিস্তানের মাটিতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে গুঞ্জন উঠেছে। 
১৯৯৬ সালের পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে পাকিস্তানে। আগামী বছর পাকিস্তানে নতুন করে মাঠে গড়াচ্ছে নকআউট বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্ট যতই এগিয়ে আসছে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন পরিস্থিতি জটিল করে তুলছে।
গত বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয় পাকিস্তান। ফলে ভারত তাদের ম্যাচগুলো খেলে শ্রীলঙ্কার মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেও নাকি একইভাবে হাইব্রিড মডেল দাবি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। সংস্থাটির বরাত দিয়ে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমও একই খবর প্রকাশ করেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!