শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৃত্যশিল্পীর শাড়ি পড়া নিয়ে নানা মন্তব্য নেটদুনিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ০৭:০২ পিএম

নৃত্যশিল্পীর শাড়ি পড়া নিয়ে নানা মন্তব্য নেটদুনিয়া


পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর সম্প্রতি শাড়ির আঁচল নিয়ে একটা মন্তব্য করেন। যার প্রথম প্রতিবাদ করেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এরপর থেকেই মমতার মন্তব্যটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সাধারণ মানুষ, অভিনয়শিল্পী থেকে শুরু করে লেখক,সমাজকর্মী-সবাই মমতা শঙ্করের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ ভিন্ন ভাবেও দেখছেন বিষয়টিকে।
নতুন প্রজন্মের নারীদের সাজ নিয়ে মমতা শঙ্করের কী ভাবনাচিন্তা, এমনটা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, আজকাল শাড়ি পরবেন, কিন্তু আঁচল ঠিক থাকবে না! তিনি ঠিক বুঝতে পারেন না। আগে যাদের তিনি রাস্তার মেয়ে বলতেন, যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকতেন, তারা ওইভাবে দাঁড়াতেন।
একই প্রসঙ্গে মমতা শঙ্কর আরও বলেন,গ্রামে মহিলাদের কাজ করতে গিয়ে হয়তো আঁচল সরে যেত। তাতে কোনো দোষ ছিলো না। আর যৌনকর্মীরা তো পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য ওভাবে শাড়ি পরে থাকেন।
এছাড়াও তিনি বলেন, মেয়েদের একটা শালীনতার জায়গা আছে, যা দেখে ছেলেরা সম্মান করবে। মেয়েদের নিজেদের যদি এই মর্যাদা না থাকে, তা হলে ছেলেরা সম্মান করবে কীভাবে! অভিনেত্রীর এই বক্তব্যগুলো নিয়েই চলছে বিতর্ক। 
মমতার মন্তব্যের তীব্র বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন লেখক তসলিমা নাসরীন। তিনি জানান, যে পুরুষেরা মনে করে মেয়েদের শালীনতা নির্ভর করে মেয়েরা কাপড়চোপড় দিয়ে শরীর কতটা ঢাকল তার ওপর, সেই পুরুষদের তিরস্কার না করে মমতা তিরস্কার করছেন মেয়েদের। তিরস্কার করে তিনি যে পুরুষতন্ত্রের ধারক এবং বাহক সেটাই প্রমাণ করলেন।
এদিকে মমতার মন্তব্য নিয়ে আলোচনা তৈরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ডিজিটাল স্কেচ, যেখানে ল্যাম্পপোস্টের নিচে এক নারীকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাংলাদেশ ও ভারতের অনেক মডেল আবার শাড়ি পরে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। 
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ভাইরাল ডিজিটাল স্কেচটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে জানান, তিনি এ রকম একটা ছবি তুলবেন ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে, যদি তারা জানত।
অন্যদিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র অবশ্য মনে করেন ঢালাও সমালোচনার আগে অভিনেত্রী কী বলেছেন, সেটা বোঝা জরুরি। তার মতে, মমতা শঙ্করের বক্তব্যের ভুল ব্যাখ্যা করছেন সবাই।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!