বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ নিয়ে ‍‍`প্রত্যাশার মাতামাতি‍‍` করতে বারণ শান্তর

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৭:৩৬ পিএম

বিশ্বকাপ নিয়ে ‍‍`প্রত্যাশার মাতামাতি‍‍` করতে বারণ শান্তর

আইপিএলের পরই যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই অনেক প্রত্যাশা থাকে বাংলাদেশ দলকে ঘিরে। দর্শক, সমর্থকদের সেই সব প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেন না ক্রিকেটাররা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ। চারটি গ্রুপের মধ্যে সবচেয়ে ‘কঠিন’ গ্রুপে পড়েছে বাংলাদেশই। পরের রাউন্ডে যেতেই অনেক চড়াই-উতরাই পার হতে হবে বাংলাদেশ দলকে। শান্ত অবশ্য আশা হারাচ্ছেন না। দলের ক্রিকেটারদের ওপর পরিপূর্ণ ভরসা রাখছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন। তবে প্রত্যাশার চাপ যেন দলকে কাবু করতে না পারে, সেদিকেই আপাতত নজর রাখছেন তিনি।

মঙ্গলবার একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অফিসার হওয়ার অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‍‍`প্রতি বছরই আমি দেখি, বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা... এটা করব, সেটা করব। একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রত্যাশাটা খুব একটা করার দরকার নেই। প্রত্যাশাটা সবার মনের ভেতরেই থাক। আপনারাও জানেন, বাংলাদেশ দল কী চায়। আমরা ক্রিকেটাররাও জানি, আমরা দলকে কত দূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে, আমরা অনেক বড় কিছু করি। তবে এটা নিয়ে যখন অনেক বেশি মাতামাতি হয়...যার দরকার নেই। ফল যখন হবে, তখন এমনিই বোঝা যাবে।‍‍`

তাহলে বাংলাদেশের লক্ষ্যটা কী? শান্ত জানালেন প্রতিটা ম্যাচই জেতা, ‍‍`আমি নিশ্চয়তা দিতে পারি এই টিমটা ১২০ শতাংশ দিবে প্রতিটা ম্যাচে জেতার জন্য। তবে আগে থেকে অনেক বেশি আশা করছি, এবার একটু বেশি প্রত্যাশা করছি, এই বিষয়গুলো নিয়ে একটা অনুরোধ থাকবে আমরা যেন মাতামাতি না করি।‍‍`

প্রত্যাশা করতে মানা করলেও নিজেদের টি-টোয়েন্টি পারফরম্যান্সে বেশ খুশি শান্ত। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ হারে বাংলাদেশ। তবে তার আগের বছর ইংল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে আছে জয়। সেদিক থেকে দলকে বেশ ভালো অবস্থায় দেখছেন তিনি। কদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের হোম সিরিজ খেলবেন তারা।

এই সিরিজ বেশ ভালো উইকেটে খেলার ইচ্ছা প্রকাশ করেন শান্ত, ‍‍`শ্রীলঙ্কার সঙ্গে আমরা যে সিরিজটা খেললাম, এই ধরনের উইকেট প্রত্যাশা করছি। তারপরেও চেষ্টা করব, যুক্তরাষ্ট্রে আমরা যখন খেলব, যে ধরনের উইকেটে খেলব, সেই ধরনের উইকেটে খেলা যায় কি না। ভালো উইকেটই প্রত্যাশা করছি। আর এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজটা যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, আত্মবিশ্বাস নিয়ে যেতে পারি তাহলে দলের জন্য অনেক ভালো কিছু হবে।‍‍`

টি-টোয়েন্টিতে এক সময় ভোগান্তি বেশি হলেও সাম্প্রতিক সময়ে দিন বদলের আভাস মিলছে। এর পেছনে দল হিসেবে খেলার কথা জানান শান্ত, ‍‍`(টি-টোয়েন্টিতে ভালো করার ক্ষেত্রে পরিবর্তনটা কোথায়) আমার মনে হয়, প্রথমত আমরা দল হিসেবে খেলছি টি-টোয়েন্টি ক্রিকেটে এবং আমাদের দলে কোনো বিশেষজ্ঞ কোনো ক্রিকেটার নেই। আমরা যখনই দল হিসেবে খেলি, সবার অবদান যখন থাকে, তখনই আমরা বেশি জিতি। আর ওভারঅল যদি বলি, পেস বিভাগ অনেক উন্নতি করেছে। পাশাপাশি স্পিন ও ব্যাটিংটাও আছে। মূল যে বিষয়টা আমার মনে হয়, দল হিসেবে আমরা যখন খেলি, সবার অবদান যখন থাকে, তখনই আমরা ম্যাচ জিতি।‍‍`

সোমবার তামিম ইকবালের সঙ্গে মিরপুরে আলাপ হয়েছে বাংলাদেশ অধিনায়কের। বিশ্বকাপে খেলতে তামিম ইকবাল কী অবসর ভেঙে ফিরবেন এই ফরম্যাটে? কিংবা এই ফরম্যাট না খেলা মুশফিকুর রহিম? শান্ত জানান, ‍‍`এই মুহূর্তে এ ধরনের কোনও চিন্তা ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি সময়ও নাই। টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। বেশ কয়েকদিন ধরেই তো তামিম ভাই ঘরোয়া ক্রিকেটটা খেলছেন। উনারও ফিটনেস নিয়ে কিছু ইস্যু আছে। যেটা নিয়ে উনার সাথে আমার আলাপও হয়েছে। তাই এই মুহুর্তে এমন কিছু চিন্তা করছি না। তবে দলের প্রয়োজনে যে কোনও সময় যে কাউকে কল করার জন্য প্রস্তুত।‍‍`

মোস্তাফিজুর রহমান অসাধারণ বল করছেন আইপিএলে। কিন্তু জাতীয় দলে ছন্দে থাকা এই মোস্তাফিজকে দেখা যায় না কেন? শান্ত আপত্তি করলেন এমন অভিযোগে, ‍‍`আমি ৱবলতে চাই, যখন মোস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে। ওটা তো বাইরে একটা লিগ খেলছে। অবশ্যই সেখানে ওর কমিটমেন্ট আছে। ও যখন বাংলাদেশের হয়ে খেলে তখন প্রত্যেকটা বল করে দলের কিভাবে হেল্প হয় সেই চিন্তা করে। ওর কমিটমেন্টের কোনও ঘাটতি নেই যে বাংলাদেশ দলে আমি একটু রিল্যাক্স হয়ে খেলছি।‍‍`

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!