অনলাইনে মদ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে ভারতের এক বর্ষীয়ান অভিনেত্রী। তিনি আর কেউ নন, তিনি শাবানা আজমি।
আর এ ঘটনা নিজেই প্রকাশ করেছেন তিনি।
নিজের টুইটারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ শাবানা আজমি বলেন,‘সাবধান! আমি প্রতারণার শিকার হয়েছি। আমি অ্যালকোহল কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করি। তবে তারপরেও জিনিসটা পাই নি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি।’
নিজের টুইটে শাবানা আজমি (Shabana Azmi) প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।
প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, করণ সিং গ্রোভার সহ আরও অনেক তারকাই অনলাইনে কেনাকাটার প্রতারণা শিকার হয়েছিলেন।