1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন

অভিনয়ে ক্যামেরার সামনে বলতে হবে জান–কলিজা, বাসায় গিয়েই তোলপাড়…

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

ডেইলি খবর বিনোদন ডেস্ক: সংসার কেনো টিকলো না। টুটুল আমেরিকায় গিয়ে বিয়ে করা। কেন গায়ক এস আই টুটুলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে,সম্প্রতি সেই প্রসঙ্গ সামনে এনেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে দুই তারকার বোঝাপড়া না হওয়া থেকেই এই বিচ্ছেদ। সেই ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ভক্তদের সঙ্গে ভাগাভাগির পাশাপাশি মিডিয়ার তারকা দম্পতিদের নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, মিডিয়ার অনেকের ব্যক্তিগত জীবন সম্পর্কেই জানেন। যাঁরা বাইরে একরকম ও ভেতরে ভেতরে অন্য রকম। তবে কোন তারকা ও তারকা দম্পতির কথা বলেছেন, সেটা অবশ্য তিনি উল্লেখ করেননি।
দুজনের পক্ষ থেকে কোনো সম্পর্ক না টিকলে সেটা টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না। বাধ্য হয়ে এমন সম্পর্কে থাকতে চাননি এই অভিনেত্রী। ভিডিও বার্তায় তানিয়া বলেন, ‘আমি মিডিয়ার অনেকের পার্সোনাল লাইফ সম্পর্কে জানি। তারা একসঙ্গে হাসছে, খেলছে, ঘুরছে–ফিরছে কিন্তু তাদের ভেতর যে কতটা তোলপাড়, সেটা কেউ জানে না। তাদের জন্য অনেকেই দোয়া করছে, বলছে সুখী পরিবার, কিন্তু ভেতরের খবর কেউ জানে না। এটা দর্শকদের জন্য বলছি। আমার জায়গা আমি স্ট্রংলি বলেছি।’ অনেকের পার্সোনাল লাইফ সম্পর্কে জানি। তারা একসঙ্গে হাসছে, খেলছে, ঘুরছে–ফিরছে কিন্তু তাদের ভেতর যে কতটা তোলপাড়, সেটা কেউ জানে না। তাদের জন্য অনেকেই দোয়া করছে, বলছে সুখী পরিবার, কিন্তু ভেতরের খবর কেউ জানে না। নিরবে কাদছে। অভিনয়ে ক্যামেরার সামনে বলতে হবে জান–কলিজা, বাসায় গিয়েই তোলপাড়…

 

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর