1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৯:০৬ অপরাহ্ন

আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দুবাই

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৮৯ বার পড়া হয়েছে

করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে আইপিএল। ভারতে করোনা পরিস্থিতি বেশ খারাপ। যে কারণে সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত বিসিসিআইয়ের পছন্দ দুবাইকে। সেই ইঙ্গিত পেয়েই আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুবাই ক্রিকেট সংস্থা। দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়েছে, আইপিএল আয়োজনের সমস্ত পরিকল্পনা তৈরি করে রাখা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অনিশ্চয়তার মধ্যেই সেপ্টেম্বর -অক্টোবরের উইন্ডোতে আইপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিসিআই। দুবাই স্পোর্টস সিটির মধ্যেই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম আছে। আইসিসির একাডেমিও আছে। গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান হানিফ জানিয়েছেন, ‘স্টেডিয়ামে আলাদা আলাদা ভাবে ৯টা পিচ আছে। এখানে অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ আয়োজন করা সম্ভব। উইকেট যাতে সতেজ থাকে, সেইজন্য আপাতত আর কোনো ম্যাচ এখানে খেলা হবে না।’

দুবাইতেও করোনা সংক্রমণ বেড়েছে। ৫০ হাজারের বেশি লোক আক্রান্ত আর মৃতের সংখ্যা ৩০০। অন্যদিকে ভারতের অবস্থা ভয়াবহ। আক্রান্তের সংখ্যান ১০ লাখ পেরিয়ে গেছে। এমতাবস্থায় বিসিসিআই যদি সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে যদি আইপিএলের দিনক্ষণ ঠিক করে ফেলে, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েক সপ্তাহ আগে থেকেই অনুশীলন শুরু করবে। হানিফ বলেছেন, ‘এখানে অনুশীলনে কোনো সমস্যা হবে না। কারণ আগেও আমরা বহুদলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি। আইসিসির কমপ্লেক্সেই দুটি মাঠে ৩৮টি উইকেট আছে। গরমে অনুশীলন করতে না চাইলে ইনডোরের ব্যবস্থাও আছে।’

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর