1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন

আইসিসির চেয়ারম্যান পদে গাঙ্গুলীকে চান কানেরিয়া

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২০৩ বার পড়া হয়েছে

ভারতের সৌরভ গাঙ্গুলীকে আইসিসির চেয়ারম্যান পদে দেখতে চান পাকিস্তানের দানিশ কানেরিয়া। শুধু তাই নয়, গাঙ্গুলী আইসিসির চেয়ারম্যান হলে তাঁর শাস্তি তুলে নেওয়ার আবেদনও করবেন পাকিস্তানের নির্বাসিত এই লেগ স্পিনার।

একটি ভারতীয় চ্যানেলকে কানেরিয়া বলেছেন, ‘‘আমি আবেদন করব সৌরভের কাছে। আমি নিশ্চিত আইসিসি আমায় সব রকম সাহায্য করবে।’’

তিনি আরো বলেন, ‘‘সৌরভ দুরন্ত ক্রিকেটার ছিল। ওর চেয়ে আইসিসি চেয়ারম্যান পদের জন্য আর কোনো ভালো প্রার্থী নেই।’’

দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকলেও ভারত-পাক সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা অনেক ক্ষেত্রেই দেখা যায়। কানেরিয়া সেটাই বুঝিয়ে দিলেন।

সাবেক ভারতীয় এই অধিনায়কের প্রশংসা করে কানেরিয়া আরো বলেন, ‘‘ভারতকে দারুণ ভাবে নেতৃত্ব দিয়েছেন সৌরভ। এখন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট পদ সামলাচ্ছে। আমি বিশ্বাস করি, যদি আইসিসির প্রধান হতে পারে, তা হলে সৌরভ ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে।’’

সৌরভ গাঙ্গুলীর আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরও সমর্থনের প্রয়োজন নেই বলে মনে করেন এই লেগ স্পিনার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সৌরভ এই পদে শক্তিশালী প্রার্থী। আমার তো মনে হয় ওর পিসিবির সমর্থনেরও প্রয়োজন নেই।’’

উল্লেখ্য, ২০১২ সালে কাউন্টি ক্লাব এসেক্সের প্রতিনিধিত্ব করতে নেমে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত হন কানেরিয়া।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর