1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন

আক্রান্ত ৫ কোটি ৪৩ লাখ, মৃত্যু ১৩ লাখ ১৮ হাজার

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২০৭ বার পড়া হয়েছে

বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মৃত্যুর সারিও দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে সংক্রমিত রোগীর সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। আর লাশের মিছিলে যোগ দিয়েছেন কমপক্ষে বিশ্বের ১৩ লাখ ১৮ হাজার মানুষ। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৭৫২ জন। আর মারা গেছেন ১৩ লাখ ১৮ হাজার ২৭৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৯৬ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৩৭ জনে। মৃত্যু হয়েছে ১৩ লাখ ১০ হাজার ৪৩৩ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৭৯৫ জন।

বিশ্বের করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ২৬ হাজার ৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছে ২ লাখ ৫১ হাজার ২৫৬ জন।

সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ১৪ হাজার ৯০২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৬৭৪ জন।

সংক্রমণে ব্রাজিল তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৭৩ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এটি দ্রুত বিশ্বময় ছড়িয়ে পড়ায় ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর