1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন

আজকাল সকলের কাছে গ্রহনযোগ্য মানুষের বড় অভাব: হানিফ সংকেত

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আজকাল সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের কাছে গ্রহনযোগ্য ভালো মানুষের বড় অভাব এদেশে। আর এই সময় আরো একজন ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন-জাতীয় অধ্যাপক এবং সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। গতকাল (২৮ এপ্রিল) ঘুম থেকে উঠেই শুনি জামিলুর রেজা চৌধুরী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। খবরটা শুনে প্রচণ্ড একটা ধাক্কা খেলাম, কষ্ট পেলাম। ধানমন্ডি আবাসিক এলাকায় আমরা প্রতিবেশী ছিলাম। ঝড়-বৃষ্টি না থাকলে প্রায় প্রতিদিনই তিনি লেকের পাড়ে হাঁটতে যেতেন। সাথে থাকতো ২/৩ জন বন্ধু। আমিও প্রতিদিনই সকালে হাঁটতে যাই। এ সময় প্রায়ই তার সাথে আমার দেখা হতো। সালাম দিতাম, স্মিত হেসে জবাব দিতেন। তারপর দাঁড়িয়ে কুশল জিজ্ঞাসা করতেন। আমার কাজকর্মের খোঁজ নিতেন। অনুষ্ঠান প্রচারের পরদিন দেখা হলে হেসে বলতেন-দেখেছি বেশ ভালো হয়েছে, চালিয়ে যান। এতবড় একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং সর্বোপরি দেশের সবচেয়ে বড় অবকাঠামোগুলোর পরামর্শক হিসেবে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমার অনুষ্ঠানটি দেখতেন, অনুভূতি জানাতেন-শুনে বুকটা ভরে যেতো। অত্যন্ত বিনয়ী ছিলেন স্যার। মুখে সবসময় হাসি লেগেই থাকতো। ভাবতে কষ্ট হচ্ছে এখন আর সকাল বেলা হাঁটতে গেলে স্যারের সঙ্গে দেখা হবে না। তার এই অসময়ে চলে যাওয়া মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ তিনি বেঁচে থাকলে আমাদের নানান দুর্যোগে তার কাছ থেকে নীতিনির্ধারণী বিষয়ে আমরা যে নির্দেশনা পেতাম তা থেকে বঞ্চিত হলাম। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর