আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের ব্যাংক হিসাবের সব তথ্য চেয়ে নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদক থেকে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ) এর মহাব্যবস্থাপক বরাবর এই সংক্রান্ত তলবি চিঠি দিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
বুধবার (১৪ অক্টোবর) দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।
বিআইএফইউ-কে পাঠানো চিঠিতে বি এম মোজাম্মল হক ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে।
বি এম মোজ্জাম্মেলের বিরুদ্ধে এর আগে ২০১৪ সালে মৎস্য উন্নয়ন অধিদপ্তরের অর্থে নিজেদের পুকুর খননের অভিযোগে দুদকের একটি অনুসন্ধান চলমান ছিল। কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয় ওই অভিযোগের অনুসন্ধান করা হয়।