বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ইউপি নির্বাচন শুরু মে মাসের মাঝামাঝি

প্রকাশিত: ০৩:১২ এএম, ফেব্রুয়ারি ১২, ২০২১

ইউপি নির্বাচন শুরু মে মাসের মাঝামাঝি

সামনের নির্বাচনগুলো ভালো ও সুষ্ঠু হবে, সংঘাত হবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বলেছেন, মে মাসের মাঝামাঝি দেশজুড়ে ইউনিয়ন পরিষদের ভোট শুরু হবে। নির্বাচনের পরিবেশ শান্ত রেখে কাজ করার জন্য নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সংবাদ সংগ্রহে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) এক অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। সিইসি জানান, ইউনিয়ন পরিষদের ভোটের আগে ১৪ই ফেব্রুয়ারি চতুর্থ এবং ২৮শে ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ ধাপের বাদ বাকি পৌরসভা এবং কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ই এপ্রিল করার প্রস্তাব এসেছে। ১৭ই ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে। গত তিনটি ধাপের পৌরসভা নির্বাচনে সহিংসতা ও অনিয়মের বেশকিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানিও ঘটেছে। ভোটের পরিবেশ নিয়ে সমালোচনা রয়েছে খোদ কমিশনের মধ্যেও।
Link copied!