1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
রবিবার, ২৪ অক্টোবর ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন

ইব্রার জন্য বয়স শুধুই একটি সংখ্যা

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৬২ বার পড়া হয়েছে

তার অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই। করোনামুক্ত হয়ে ফেরার ম্যাচেই জোড়া গোল।

সেরি-এ লিগে এবার বিস্ময়ের পসরা সাজিয়ে বসেছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। বয়সকে সংখ্যা বানিয়ে চার ম্যাচে করেছেন সর্বোচ্চ সাত গোল।

শেষটি চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে। ৩৯ বছর বয়সে এভাবে শূন্যে ডিগবাজি দিয়ে গোল করা শুধু ইব্রার পক্ষেই সম্ভব। আগুনে ফর্ম ও ফিটনেস আরেকটি অসম্ভবের স্বপ্ন উসকে দিয়েছে।

অবসরের চার বছর পর আবার জাতীয় দলে ফেরার কথা ভাবছেন এসি মিলানের সুইডিশ ফরোয়ার্ড! ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ইব্রা অবসর ভেঙে ২০১৮ বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন। কিন্তু ফর্মে না থাকায় তাকে ফেরানোর উদ্যোগ নেননি সুইডেন কোচ। এবার ফর্ম অনুকূলে থাকায় দুয়ে দুয়ে চার মিলে যেতে পারে।

নিজের ইচ্ছার কথা ফেডারেশনকে এখনও না জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচ্ছন্ন বার্তা দিয়েছেন ইব্রা। জাতীয় দলের জার্সির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কতদিন দেখা হয় না।’

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর