অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেছে। রিখটারস্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়।
ভূমিকম্পটি অল্প সময় স্থায়ী হলেও ভালোরকম ঝাঁকুনিতে অধিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকে বাসাবাড়ি ছেড়ে রাস্তাসহ খোলাস্থানে আশ্রয় নেন।
ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশের শহরগুলোতে এমন ভূমিকম্প হয়।
ইরানের ভূতত্ত্ব পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ৪৮ মিনিটে তেহরান প্রদেশের দামাভান্দ শহরে ভূমিকম্প আঘাত হানে। এটির মূলকেন্দ্র ছিল ভূগর্ভের মাত্র ৭ কিলোমিটার গভীরে যা কয়েক সেকন্ডে স্থায়ী হয়।
এখন পর্যন্ত ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে তেহরান ও দামাভান্দ শহরে তড়িঘড়ি করে ঘর থেকে বের হতে গিয়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।