করোনা মোকাবেলায় পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পাঁচদিনের ২৪ ঘন্টার কারফিউ জারি করেছে সৌদি আরব। ২৩ মে অর্থাৎ রমজান মাসের ৩০ তারিখ থেকে মে মাসের ২৭ তারিখ পর্যন্ত সব শহরে কারিফিউ জারি করা হয়েছে।
মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সীমিত আকারে কারফিউ চলবে। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে এবং প্রয়োজনীয় ওষুধ কিনতে মানুষ এ সময় মানুষ বাইরে বের হতে পারবে। অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম চালু রাখতে ২৫ এপ্রিল থেকে সৌদি আরবে চলছে আংশিক কারফিউ।
করোনায় এখন পর্যন্ত সৌদি আরবে ২৬৪ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৯২৫ জন মানুষ।