করোনাভাইরাসের উপসর্গে দেখা দিলে গোপন না রেখে পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মোকাবিলায় চিকিৎসা ক্ষেত্রে সরকারের টেস্টিং ক্যাপাসিটি এখন অনেক বেড়েছে। অনেকে লক্ষণ দেখা দিলে টেস্ট না করিয়ে গোপন রাখছেন। এতে বিপদ ডেকে আনছেন। লক্ষণ প্রকাশ পেলে সাথে সাথে হেল্প লাইন বা হটলাইনে যোগযোগে যেন ভুল না হয়। এটা সবাইকে লক্ষ্য রাখতে অনুরোধ করছি।’
জেলা প্রশাসন বা উপজেলার মাধ্যমে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে, তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করি জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।’
করোনাযুদ্ধে সমানের সারিতে থেকে কাজ কার চিকিৎসক, নার্স, টেকনোলজিস, স্বাস্থ্যকর্মীরা যে সাহসিকতার পরিচয় দিয়ে চিকিৎসা কর্মকান্ড অব্যাহত রেখেছেন তাদের অভিনন্দন জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমরা এরই একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী, একজন সাংবাদিক এবং একজন ব্যাংকারকে হারিয়েছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি মাঠ প্রশাসনে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, জরুরি পরিসেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, গণমাধ্যম, পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ যারা এই সংকটে সামনের সারিতে থেকে করোনাবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই। জাতির এই সংকটকালে যারা নিবেদিতপ্রাণ নিশ্চয় জাতি তাদের যথাযথ সম্মান প্রদর্শন করবে।’
সরকার ব্যাংকিংসহ করোনা সংকটে যারা সংশ্লিষ্ট তাদের বিষয়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ঘোষণা করেছে উল্লেখ করে কাদের বলেন, ‘আমি মনে করি সুযোগ-সুবিধা বড় কথা নয়, তাদের মনোবল এবং সেবার মানসিকতাই আমাদের জন্য অসীম আধারে সাহসের আলোকশিখা।’
করোনা সংকট মোকাবিলায় বিভিন্ন কর্মকান্ড প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দিচ্ছেন জানিয়ে কাদের বলেন, ‘তার ওপর আস্থা রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাল্লাহ করোনা যুদ্ধে জয় হবেই।’
পুলিশের একজন সাব ইন্সপেক্টরসহ ৪ জন করোনায় মৃত্যুবরণ করায় তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে করোনায় আক্রান্তদের আরোগ্য কামনা করেন তিনি।