পুলিশে এক দিনে সর্বোচ্চ ২৬১ সদস্য গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১২৯। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য এক হাজার ৬৫৮ জন।
গতকাল সোমবার সকাল পর্যন্ত সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য বিশ্লেষণে আক্রান্তের বিষয়টি জানা গেছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে গত ১৬ মে এক দিনে সর্বোচ্চ ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনায় আক্রান্ত সন্দেহে সারা দেশে আরো এক হাজার ২০৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় পাঁচ হাজার ১৬২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সুস্থ হয়ে এক হাজার ৮৭৬ পুলিশ সদস্য বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১৫ পুলিশ সদস্য।
এদিকে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন দল গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। মহামারি করোনায় সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে যেমন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা, তেমনি আবার সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ঘরে ফিরছেন তাঁরাই।