1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন

এবারও জয়ের দেখা পেল না জার্মানি

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

আগের ম্যাচে জয় হাতছাড়া করা জার্মানি এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না। সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বটে; তবে দ্বিতীয়ার্ধে গোল হজম করে আবারও মূল্যবান দুটি পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে জার্মানি।

রবিবার বাসেলের সেন্ট জ্যাকব পার্কে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়। ইলকাই গিনদোয়ানের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন সিলভান উইডমার।

তিন দিন আগে আসরের উদ্বোধনী দিনে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে যোগ করা সময়ের শেষ দিকে গোল খেয়ে ১-১ ড্রয়ে মাঠ ছেড়েছিল জার্মানি। প্রতিযোগিতাটির দুই আসর মিলে এই নিয়ে ছয় ম্যাচ খেলে জয়শূন্যই রইল দলটি।

দারুণ গোছানো আক্রমণে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় জার্মানি। মাথিয়াস গিন্টারের কাটব্যাক ডি-বক্সের মুখে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শট নেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গিনদোয়ান। বল শেষ মুহূর্তে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

২৮তম মিনিটে সমতা টানতে পারত সুইজারল্যান্ড; তবে ভালো পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন হারিস সেফেরোভিচ। চার মিনিট পর ইউলিয়ান ড্রাক্সলারের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক ইয়ান সোমের।

৩৬তম মিনিটে চেলসি ফরোয়ার্ড টিমো ভেরনার প্রথম সুযোগ পেয়ে ভলিতে উড়িয়ে মারেন। ছয় মিনিট পর ভাগ্যের ফেরে গোল পায়নি স্বাগতিকরা। ডি-বক্সে ঢুকে বেনফিকা ফরোয়ার্ড সেফেরেভিচের নেওয়া শট পোস্টের বাইরের দিকে লাগে।

খেলার ধারার বিপরীতে ৫৭তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ব্রিল এম্বোলোর পাস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন বাসেলের রাইট-ব্যাক উইডমার।

গোল খেয়ে যেন ছন্দ হারিয়ে ফেলে জার্মানি। বাকি সময়ে ভালো কোনো আক্রমণই করতে পারেনি তারা। উল্টো দুবার তাদের রক্ষণে ভীতি ছড়ায় সুইসরা, যদিও ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো কিছু করতে পারেনি গত আসরে চার দলের ফাইনালসে ওঠা দলটিও।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর