ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী যিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতেন তার ‘করোনা পজেটিভ’ বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, বেশ কয়েকদিন আগে অসুস্থ থাকলেও বর্তমানে সে অনেকটা সুস্থ রয়েছেন। তার চিকিৎসা চলছে।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন জানিয়েছেন, উক্ত কারারক্ষী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কারা বন্দীদের জন্য ডিউটি করতেন। তাকে জিনজিরায় ২০ শয্যার করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।