1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন

কঠিন লড়াইয়ে জিতে শীর্ষে ফিরল বার্সেলোনা

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০
  • ১৮৬ বার পড়া হয়েছে

লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ে জিতে শীর্ষে ফিরল বার্সেলোনা। মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে কিকে সেতিয়েনের দল। বার্সা পক্ষে একমাত্র গোলটি করেন ইভান রাকিতিচ।

২০১৮ সালের মার্চের পর এই প্রথম বিলবাওয়ের বিপক্ষে জিতল বার্সেলোনা।

চলতি মৌসুমে বার্সেলোনাকে দুবার হারানো বিলবাও পায় প্রথম সুযোগ। তৃতীয় মিনিটে উনাই লোপেসের নিচু ক্রস ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পরের মিনিটে সুযোগ আসে বার্সেলোনার সামনে। বিপজ্জনক জায়গা থেকে ঠিকমতো শট নিতে পারেননি লুইস সুয়ারেস। ফিরতি বলে সের্হিও বুসকেতসের শট ডি-বক্সে প্রতিহত হয়।

বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বিলবাও। সফরকারীদের রক্ষণ ছিল দুর্দান্ত। দারুণ চেষ্টা করেও জমাট রক্ষণ ভাঙতে পারেননি লিওনেল মেসি-অঁতোয়ান গ্রিজমান।

৬২ মিনিটে মেসির ফ্রি কিকে সুযোগ পান আর্তুরো ভিদাল। কিন্তু বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি তিনি। খানিক পর মেসির ক্রসে আরেকটি সুযোগ নষ্ট করেন চিলির এই মিডফিল্ডার। বল ক্লিয়ার করতে পারেনি বিলবাও। মেসির কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন খানিক আগে মাঠে নামা রাকিতিচ।

এক বছরের বেশি সময় পর জালের দেখা পেলেন ক্রোয়াট এই মিডফিল্ডার। ৭১ মিনিটের এই গোলে বিলবাওয়ের বিপক্ষে গোল খরা কাটাল বার্সেলোনা।

কষ্টের জয়ে ম্যাচ শেষ হতে না হতে শুরু হয় মেসির জন্মদিন। রাকিতিচ অধিনায়ককে দিলেন দারুণ আগাম উপহার।

৩১ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে বুধবার জিতলেই শীর্ষে ফিরবে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর