1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আরও ২৫ জনের মৃত্যু

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১৬৭ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪২ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে নতুন করে এক হাজার ২৬৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে চার লাখ ৯৯ হাজার ৫৬০ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮৭ জনসহ মোট সুস্থ হয়েছে চার লাখ ৩৫ হাজার ৬০১ জন। গত এক দিনে ১৬০টি ল্যাবে ১২ হাজার ৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৩০ শতাংশ। মোট শনাক্তের হার ১৬.৩১ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭.২০ শতাংশ; মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব দুই, পঞ্চাশোর্ধ্ব পাঁচ ও ষাটোর্ধ্ব ১৫ জন। বিভাগ হিসাবে ঢাকায় ১৫, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, ‍খুলনায় ২ ও রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর