প্রাণঘাতী করোনাভা্ইরাসে মারা গেলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার রাত সাড়ে চারটায় মিরপুরের রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় আলহাজ্ব আজিজুর রহমান বাচ্চুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই আকতার।
উল্লেখ্য, মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নের্তৃত্ব দেন আজিজুর রহমান বাচ্চু। তিনি ১৯৭৫ সালের ২৮ আগস্ট গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হন। এ ছাড়াও এক-এগারোর সময় রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন আওয়ামী লীগের এই নেতা।