করোনায় নিজ মেজ ভাই অসীম বন্দ্যোপাধায়কে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
কভিড আক্রান্ত হয়ে গেল ১ মাস ধরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যবিধি মেনে শনিবার দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার।
অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মুখ্যমন্ত্রীর মেজ ভাই ঘনিষ্ঠমহলে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত ছিলেন।