1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের উৎস সন্ধানে চীন যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ১৯৮ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের উৎসের সন্ধানে চীন যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীন। ফলে জানুয়ারির প্রথম দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই দলটি চীন সফরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়েস্টার্ন প্যাসিফিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরি বিভাগের পরিচালক বাবাতুন্ডে ওলোওকুরে সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের কোন এলাকায় তদন্তকারীরা যাবেন তা নিয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে চীনের সঙ্গে যোগাযোগ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক টিম এবং তারা কোথায় সফর করবেন তা নিয়ে কথা হয়েছে। আমরা অনুধাবন করছি যে, চীন এই টিমকে স্বাগত জানাচ্ছে। ফলে জানুয়ারির শুরুতে তারা চীন সফরে যেতে পারেন।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সদস্য এবং কূটনীতিকরা বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিম চীন সফরে যাবে বলে আশা করা হচ্ছে। তারা করোনা ভাইরাসের উৎস খুঁজে বের করার চেষ্টা করবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, বিশেষত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের জন্য চীনকে দায়ী করেছেন। তিনি তো ব্যঙ্গ করে এই ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করেছেন। বলা হয়েছে, চীন এই ভাইরাসের বিস্তারের বিষয় গোপন রাখছিল। ফলে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এসব বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে তদন্ত দাবি করে।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর