ডেইলি খবর ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেশিদিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না জানি না। ভ্যাকসিনের প্রয়োজন নাও হতে পারে।
শনিবার বিকেলে রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমে গেছে। ‘ শনিবার এক অনুষ্ঠানে এসব কথা বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আগামী পরশু প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক আছে, সেখানে ভ্যাকসিন নিয়েও আলোচনা হবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না, জানি না, তবে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা নিরলস কাজ করে গেছে। এর ফলে, করোনা আজ আমাদের দেশ থেকে বিদায় নেবার পথে। আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার আমাদের দেশে অনেক কম। বলা চলে, ভ্যাকসিন ছাড়াই দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফেরার পথে। এই স্বাভাবিক অবস্থার কারণেই দেশের অর্থনীতির চাকা আবার সচল হয়েছে।’