1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৯ অপরাহ্ন

গুলশানে বেপরোয়া গাড়ি চালানোর পরিনতি

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৮ বার পড়া হয়েছে

ডেইলি খবর ডেস্ক: রাজধানীর ভেতরে বেপরোয়া গাড়ি চালানো কোন সুস্থ লোকের ড্রাইভ নয়। রক্তে এলকোহল থাকার সন্দেহ থাকতেইে পারে।গুলশানে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে প্রাইভেটকারের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন চার অভিনয়শিল্পীসহ পাঁচজন। তারা হলেন‘নেটওয়ার্কের বাইরে’ওয়েব চলচ্চিত্রের চার অভিনয়শিল্পী শরিফুল রাজ,লাক্স তারকা নাজিফা তুষি,খায়রুল বাশার এবং জোনায়েদ বোগদাদী। এ সময় ওই গাড়িতে শরিফুল রাজের বন্ধু নাফিজও ছিলেন। গুলশান অ্যাভিনিউয়ে এ দুর্ঘটনা ঘটে। তাদের বহন করা প্রাইভেটকারটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ বিধ্বস্ত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। জোনায়েদ বোগদাদি ও নাফিজকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৮ মিনিটে কালো রঙের প্রাইভেটকারটি গুলশান ১ নম্বরের ৩০ নম্বর সড়কে এসে অন্য একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ফুটপাতের ওপর একটি বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে গাড়িটি।প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বেঁচে যান চার অভিনয়শিল্পীসহ পাঁচজন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। দুর্ঘটনায় আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনকে আইসিইউতে নেওয়া হয়।দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী। আহত বাকিদের অবস্থা ততটা গুরুতর নয় বলে দেখতে আসা শিল্পীদের জানিয়েছেন চিকিৎসকরা। সাংবাদিকদের এমনটি জানিয়েছেন অভিনেতা আরেফিন শুভ। পুলিশ বলছে, অতিরিক্ত গতির কারণে ঘটেছে এই ঘটনা। তবে চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে এ নিয়ে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, গুলশান এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ফুটপাতের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর