চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৫১টি নমুনা পরীক্ষার মধ্যে ১৬৬ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বী এ তথ্য জানান। এদিন আক্রান্তদের মধ্যে নগর, জেলা ও শিল্প পুলিশের ২৪ সদস্যও রয়েছে।
তিনি বলেন, সবচেয়ে বেশি ৯৮ জন রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। এছাড়া বিআইটিআইডিতে ৬২ জন এবং কক্সবাজার ল্যাবে ৬ জন (চট্টগ্রামের বাসিন্দা) শনাক্ত হয়েছে। তবে সিভাসু’র ল্যাবে চট্টগ্রামের কেউ শনাক্ত হয়নি।
জানা যায়, ৪টি ল্যাবের মধ্যে বিআইটিআইডিতে ২৪৬টি, চমেকে ১৪০টি, সিভাসুতে ৫০টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ১৫টি নমুনা পরীক্ষা করা হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৪৫ জনে। এর মধ্যে মারা গেছে ৫২ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৫০ জন।