শোলে থেকে আন্দাজ আপনা আপনা। প্রায় চারশো ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডের ছবিতে তাঁর অভিনীত বহু চরিত্র এখনও দর্শকদের মনে জ্বলজ্বল করছে।
বুধবার ৮১ বছর বয়সে চলে গেলেন শোলে-র সুরমা ভোপালি খ্যাত অভিনেতা জগদীপ। অভিনেতা জাভেদ জাফরি ও টিভি হোস্ট নাভেদের বাবা জগদীপের আসল নাম ছিল সৈয়দ ইসতিয়াক আহমেদ জাফরি।
জগদীপের পরিবারের ঘনিষ্ঠ প্রযোজক মেহমুদ আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার সন্ধে সাড়ে আটটা নাগাদ বান্দ্রায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
মাত্র ৯ বছরে বয়সে ছবিতে অভিনয় শুরু করেন জগদীপ। তার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বিমল রায়, গুরু দত্ত, রমেশ সিপ্পির ছবিতে অভিনয় করেছেন। অমিতাভ-ধর্মেন্দ্র অভিনীত শোলে ছবির সুরমা ভোপালি-কে এখনও মানুষ মনে রেখেছে।
এক সাক্ষাতকারে জগদীপ জানিয়েছিলেন, ‘সিনেমায় নেমেছিলাম কারণ আমার পয়সার প্রয়োজন ছিল। কখনও কোনও লিড রোলে অভিনয় করব এমন কোনও আকাঙ্খাই ছিল না।’ তবে, হিরো হিসেবে ৫টি ছবিতে অভিনয় করেছিলেন জগদীপ। সুত্র: জিনিউজ