চীনে আবারো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬ জনই বহিরাগত। ২ জন স্থানীয়।
আক্রান্ত ২ জন জিলিন প্রদেশের পূর্বাঞ্চলের বাসিন্দা। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চীনে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন। সরকারী হিসেব মতে, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৪১ জন মানুষ। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জন।
এদিকে ১ মাস যাবত নতুন কোন মৃত্যু রেকর্ড করা হয়নি চীনে। গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৬ লাখ ২৮ হাজার ৫৪৯ জন মানুষ। মারা গেছে ৩ লাখ ৮ হাজার ৬৪৫ জন।