1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
শুক্রবার, ০৭ মে ২০২১, ০৯:৫৬ পূর্বাহ্ন

চড়াই-উৎরাইয়ের গল্পে ঈদের নাটক ‘বেসামাল’

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

জুটি বাঁধলেন ইরফান সাজ্জাদ ও টয়া। সরদার রোকনের পরিচালনায় চড়াই-উৎরাইয়ের গল্প নিয়ে নির্মিত ‘বেসামাল’ নামের আসন্ন ঈদের নাটকে তাদের দেখা যাবে। এর গল্প লিখেছেন শফিকুর রহমান শান্তনু ও প্রযোজনা করেছে গোল্লাছুট।

গল্পের শুরুটা এমন- নিশাদ ও সোহানী নব দম্পতি। তাদের ৪ মাসের সংসার। দুজনেই চাকরিজীবী। রোজ সকাল দুজন একসাথে বেরিয়ে যায় এবং সন্ধ্যায় দুজন একসাথেই ফেরে। এই তাদের প্রতিদিনকার রুটিন।

হঠাৎ একদিন গাড়ির সামনে এক বৃদ্ধ পড়ে যায়। ভাগ্য ভালো, তার কোনো ক্ষতি হয় না। শুধু তাই না! সেই বৃদ্ধ নিষাদের গ্রাম থেকে আসা এক দাদা। তাদের সারপ্রাইজ দেয়ার উদ্দেশ্যে তিনি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছেন।

তারা দাদুর দায়িত্ব বাড়ির কেয়ার টেকারকে বুঝিয়ে অফিসে চলে যায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে কেয়ার টেকার তাদের হাতে ধরিয়ে দেয় লম্বা এক লিস্ট। শুরু হয় একের পর এক দূর্ঘটনা।

ভুল বোঝাবুঝি গড়ায় সুখী দম্পতির ডিভোর্স পর্যন্ত। এসবের ভেতরেই একের পর এক টুইস্ট…

নির্মাতা রোকন বলেন, ‘ঈদের জন্য ভালো একটি কাজ করলাম। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে এলাম। এরপর ভালো একটি কাজ করা সত্যিই আনন্দদায়ক। করোনার মধ্যে কাজ করাটা ঝুঁকিপূর্ণ, তবে আমরা ভসর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে শুটিং করেছি।’

ইরফান সাজ্জাদ, টয়া ছাড়াও এতে অভিনয় করেছেন মাসুম বাশার ও আরো অনেকেই।

এ জাতীয় আরো খবর