‘ইংলিশ মিডিয়ামের ছাত্র পড়ানোর অভিজ্ঞতা ছিল জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা। ক্লাস ফাইভের ছেলে বাচ্চা পড়াতে যেয়েই আমি শকড। মেয়ে বাচ্চাগুলোও কম পাকনা না।’
আমার ছাত্র আমাকে একদিন আক্ষেপ করে বলে- ম্যাডাম ক্লাসের একটা মেয়েও ভার্জিন না।আরেকদিন পড়াতে যেয়ে দেখি চোখ টকটকে লাল। জিজ্ঞেস করলে শুনলাম- রাতে শিশা পার্টি করে এসেছে। এখন কথা হলো- এদের বাবা মায়েরা কী এগুলো দেখে না?
একটা বড় অংশেরই বাবা মায়েরা দেখা যাবে নিজেদের নিয়েই বিজি। এ্যারিস্ট্রোকেট সিস্টেমে ছেলেমেয়েকে ঢুকিয়ে দিয়েই খালাস। বিশাল একটা গ্যাপ এখানে।
আজকাল বাচ্চারা ইন্টারনেটে ঢুকেই আইকনদের কাছে স্লিপওভার শিখছে, স্মার্ট হতে হলে কীভাবে বন্ধু বান্ধব গ্যাং সর্বস্ব লাইফ কাটাতে হবে শিখছে।
সেইদিন বাসি হয়েছে যখন অ্যারিস্ট্রোকেট সিস্টেমে ছেলেমেয়েকে দিয়ে দিলেই সব দায়িত্ব চুকে যেতো।
(ফেসবুক থেকে সংগৃহীত)