1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২, ০৭:৫৩ অপরাহ্ন

জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা বা সেমিনারের নামে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি-সমাবেশ করতে দেওয়া হবে না। ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বুধবার (১৩ অক্টোবর) ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মাঈনুল আলম।

‘সভায় জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদ এবং কোন দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।’ বিজ্ঞপ্তিতে জানান মাঈনুল আলম।

তিনি জানান, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংগঠিত বিশৃংখল ও অনাকাঙ্খিত ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যে কোন মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা সমুন্নত রাখা হবে। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। আলোচনা সভা, সেমিনারের নামে কোন দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেওয়া হবে না।

সভায় জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদ এবং কোন দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। যার ফলে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর