দেশের খ্যাতিমান ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে তাকে স্থানান্তর করার খবর জানায় ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ।
দুপুর ২টার দিকে অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, ‘মাত্রই বাবাকে সিএমইএইচে নিয়ে আসা হলো।’
উল্লেখ, গত ২৭ এপ্রিল দুপুরে তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেদিন তারা ছেলে জানিয়েছিলেন- বাবাকে কিডনি ও ফুসফুসের সমস্যার কারণে এপ্রিলের শুরুতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবার ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন বাবার হার্টে সমস্যা রয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে।