1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসছে আজ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে

ডেইলি খবর ডেস্ক: একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় শুর হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা বসা এই অধিবেশনের মেয়াদ হতে পারে সর্বোচ্চ চার কার্যদিবস। বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার এবারের অধিবেশন চালানো হবে। শনিবারে অধিবেশন শুরু হয়ে ওই দিনই সমাপ্তি টানা হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। বুধবার প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণের পরপরই অধিবেশন মূলতবী হয়ে যাবে। চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যুতে অধিবেশন শুরুর পরপরই মূলতবী ঘোষণার রেওয়াজ চালু রয়েছে। সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ ৩০ জুলাই মৃত্যুবরণ করেন। তার প্রতি সম্মান জানিয়ে অধিবেশন মূলতবী করা হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৬ আগষ্ট সোমবার অধিবেশন আহ্বান করেছিলেন। ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। করোনাকালের অন্য অধিবেশনগুলোর মত এবারও মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি। এবার সরকারি ছুটির দিন শুক্র ও শনিবারেও জাতীয় সংসদের বৈঠক বসবে। জানা গেছে, সংক্ষিপ্ত ও দ্রæত সময়ে অধিবেশন শেষ করতেই ছুটির দিনে অধিবেশন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংসদের কর্মকর্তারা জানিয়েছেন,করোনা পরীক্ষা করে সংসদ সদস্য ও সংশ্নিষ্টদের অধিবেশনে যেতে হবে। অধিবেশনের কার্যদিবসের মধ্যে বিরতি রাখলে এই সময়ে কেউ সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও একাধিক গুরুত্বপূর্ণ বিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এবারের অধিবেশনে নতুন তিনটি বিলসহ ১৫টি বিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে-সংসদে উত্থাপিত বিল বাংলাদেশ হাউস বিল্ডিং করপোরেশন (সংশোধন) বিল ২০২১, ব্যাংকার বহি সাক্ষ্য বিল ২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) বিল ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, গবফরপধষ উবমৎবব (জবঢ়বধষ) ইরষষ ২০২১, গবফরপধষ ঈড়ষষবমব (এড়াবৎহরহম নড়ফরবং) জবঢ়বধষ ইরষষ ২০২১, বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল ২০২১, জাতীয় শিশু হাসপাতাল ও ইনষ্টিটিউট বিল ২০২১, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় বিল ২০২১, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল ২০২১ এবং গান্ধী আশ্রম (ট্রাষ্টি বোর্ড) বিল ২০২১।এদিকে সংসদে উত্থাপনের অপেক্ষায় থাকা বিলগুলো হচ্ছে বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষ অধিকার) বিল ২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী ((ঝঢ়বপরধষ ঝবপঁৎরঃু ঋড়ৎপব) বিল ২০২১, মহাসড়ক বিল ২০২১ এবং হক ‘বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস এন্ড বার কাউন্সিল বিল, ২০২১’ এর আগে সংসদের সর্বশেষ ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২ জুন শুরু হয়ে গত ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়। মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে সম্পূরক বাজেটসহ মূল বাজেট পাসসহ ৭টি সরকারি বিল পাস হয়। এদিকে সংসদ সচিবালয় থেকে আজ দিনের কার্যসূচিতে সভাপতিমন্ডলীর মনোনয়নের পরপরই শোক প্রস্তাাব উত্থাপনের বিষয়টি রাখা হয়েছে। এছাড়াও প্রশ্ন-জিজ্ঞাসা পর্বে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রাখা হয়েছে। পাশাপাশি তথ্য, শিল্প, জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিভাগের মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নত্তোর রয়েছে। এরপরই রয়েছে ৭১ বিধি অনুযায়ি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনযোগ আকর্ষণের নোটিশের নিস্পত্তি। এছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস এন্ড বার কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স,২০২১’ উত্থাপণ করবেন বলে দিনের কার্যসূচিতে উল্লেখ রয়েছে। যদিও শোক প্রস্তাব উত্থাপণের পরপরই এসব কর্মসূচি স্থগিত রেখে বৈঠক মূলতবী করার রেওয়াজ রয়েছে।

 

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর