1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
সোমবার, ২৬ জুলাই ২০২১, ১০:১৪ অপরাহ্ন

জাফর ইকবাল’র কবিতা ‘দিশা’

শিল্প-সাহিত্য ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৪ বার পড়া হয়েছে

আমি নেতা, তুমি নেতা,
এখন সবাই নেতা।
এই যে নেতা, সেই যে নেতা;
সেলফি তুলেই নেতা।
জাতে নেতা, পাতি নেতা,
স্বঘোষিত নেতা।

ধর্মীয় নেতা, বিধর্মী নেতা,
চোরেরও আছে নেতা।
ছাত্রনেতা, শিক্ষক নেতা;
কুলি মুচিরও আছে নেতা।

মুচি করে কালা,
মুচির নেতা জুতা।
জাতের নেতার জুতোর ফিতা,
পাতি নেতা বাঁধে;
ত্যাগী নেতা পৃষ্ঠদেশে, চোখের অশ্রু ঝরে।

দিলে এক আনা, পরকালে পাবে ষোলো আনা;
অন্ধভক্তকুল, বউ দিয়া চায় হুর।
এক বউ দিয়া, সত্তর হুর নিতে চায় জিতিয়া।

নেতার ট্যাগে বাটপারি,
ধরলে করে ইমামতি।
ধান্দাবাজ আর বাটপার আছে যত,
ধর্মীয় ট্যাগেই নিরাপদ তারাই তত।

ধর্ম কোন ব্যবসা নয়, নয়তো কোন পেশা,
ধর্ম কোন হাতিয়ার নয়, ধর্ম মানেই দিশা।

রাজনীতি কোন পেশা নয়, রাজনীতিটা নেশা,
রাজনীতি কোন অস্ত্র নয়, রাজনীতি মানেই সেবা।

 

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন