করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ। তাই এই সময়টাতে ক্রিকেটারদের নিয়ে নিয়মিত ফেসবুকে লাইভ আড্ডা দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইতিমধ্যে তামিমের সঙ্গে লাইভ আড্ডায় অংশ নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল, তাসকিনসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। গত রবিবারও বাংলাদেশ দলের সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডা দেন দেশসেরা এই ওপেনার। তবে সেই আড্ডায় ভুল তথ্য প্রকাশ করা হয়। তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এ ব্যাপারে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে ফেসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে জাভেদ ভাই কভিড-১৯ পজিটিভ হয়েছেন।
আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’