1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন

জেমসের ফ্রেমে যেভাবে ধরা পড়লেন মিথিলা

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় রক তারকা জেমস শখের ছবিয়াল। অনেক বছর ধরেই প্রকৃতি ও পোট্রেট তুলে যাচ্ছেন। আপন খেয়ালে তোলা এসব ছবি মাঝেমধ্যে নিজের ফেসবুকের দেয়ালেও শেয়ার করে থাকেন তিনি।

গত ১ মার্চ নগরবাউল তারকা ফ্রেমবন্দি করেছিলেন অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলাকে। জেমসের তোলা সেই ছবিগুলোর একটি শুক্রবার (১৯ মার্চ) নিজের ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে শেয়ার করেন মিথিলা।

ক্যাপশনে লেখেন, ‘আমি খুব জোর গলায় বলছি, এই ছবিটি যিনি তুলেছেন তিনি আর কেউ নন, আমাদের নগরবাউল, বাংলা সংগীতের রক তারকা মাহফুজ আনাম জেমস ভাই।’

পরে মিথিলা জানান, তিনি কলকাতায় যাওয়ার আগে গত ১ মার্চ জেমস তার ছবি তুলেছিলেন। কয়েক ঘণ্টার সেশনে নগরবাউল অনেকগুলো ছবি তুলেছিলেন তার। আপাতত একটাই শেয়ার করেছেন।

মিথিলা বলেন, ‘ফটোশুটের সময় আমরা অনেক গল্প করেছি। একসময় জেমস ভাই আর আমি একই এলাকায়-বেইলি রোড, সিদ্ধেশ্বরীতে থাকতাম। আমরা দুজনই খুব অবাক হলাম যে আমাদের পরিচিত এত এত মানুষ! দীর্ঘদিন একই এলাকায় থাকতাম, কিন্তু আমাদের কখনো দেখা হয়নি। তিনি অসাধারণ একজন মানুষ এবং অসাধারণ একজন ফটোগ্রাফার।’

মিথিলা আরও যোগ করলেন, ‘ছবি তোলার সময় জেমস ভাই আমাকে বলছিলেন-তুমি কি করে এত্ত কাজ একসাথে করো? আর আমি উনাকে বলেছি, আপনি কেনো এত মাল্টি-টেলেন্ডেড?’

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর