করোনাভাইরাস নিরাময়ে ভারতে উৎপাদন হতে যাওয়া অক্সফোর্ডের টিকা রপ্তানিতে ভারত সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সকালে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিক্রম দোরাইস্বামী বলেন, ‘গতকাল আমাদের স্বাস্থ্যসচিব বিষয়টি জনসম্মুখে বলেছেন। টিকা ইস্যুতে আমাদের দেশের তিনটি মন্ত্রণালয় সংযুক্ত স্বাস্থ্য, বাণিজ্য এবং ফার্মাসিটিক্যালস মন্ত্রণালয়।
‘এই তিনটি মন্ত্রণালয়ের কোনটি টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে কোনো কথা বলেনি। আমি জানি না কীভাবে এই কথাটি ছড়িয়ে গেল?’
দোরাইস্বামী বলেন, ‘বিষয়টিকে আর কীভাবে ব্যাখ্যা করতে পারি আমি জানি না। আমি শুধু বলতে চাই, ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।’