1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন

ট্রাম্পের করোনামুক্তির ঘোষণায় মেডিকেল প্রমাণ নেই

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১৬৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেকে করোনা ভাইরাস থেকে মুক্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামী ৩রা নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় নামার প্রস্তুতির কথা বলেছেন। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা চূড়ান্ত সময়ে এসে পৌঁছেছে। এ সময়ে তাকে নির্বাচনী প্রচারণায় ফেরার জন্য শনিবার সর্বোতভাবে ক্লিয়ারেন্স দিয়েছেন তার চিকিৎসকরা। তারা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার ঝুঁকিতে আর নেই। তবে তাকে এখনও করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত ঘোষণা করা হয়নি। ট্রাম্প নিজের ইমিউনিটি বা রোগমুক্তির পক্ষে কোনো প্রমাণ দেননি। করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর প্রথম টিভি সাক্ষাতকার দিয়েছেন তিনি ফক্স নিউজকে।

এতে সানডে মর্নিং ফিচারসকে তিনি বলেছেন, আমার মনে হচ্ছে আমি রোগমুক্ত (ইমিউন)। আমি জানি না, হয়তো অনেক সময় লাগতে পারে, হয়তো অল্প সময় লাগতে পারে, সারাজীবনও লাগতে পারে, আসলে কেউই জানেন না। কিন্তু আমি রোগমুক্ত। ইংরেজিতে ইমিউনিটি শব্দের অর্থ অনাক্রম্য, দায়মুক্তি, রেহাই পাওয়া। এর অর্থ হলো বাস্তবে কোনো বিপদ থেকে নিজে সুরক্ষিত থাকা। ওই সাক্ষাতকারে তিনি প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে খোঁচা মেরে বলেন, সুতরাং আপনারা এখন এমন একজন প্রেসিডেন্টকে পেয়েছেন, যিনি তার প্রতিদ্বন্দ্বীর মতো বেজমেন্টে লুকিয়ে থাকেন না। উল্লেখ্য, জো বাইডেন করোনা ভাইরাস নিয়ে যে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তিনি সেখানে খোঁচা দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু কোভিড-১৯ বা করোনা ভাইরাস কতটা রোগমুক্তি দেয় তা এখনও পরিষ্কার নয়। বিশেষ করে প্রাথমিক গবেষণায় দেখা গেছে কয়েক মাস, আবার নতুন করে ইঙ্গিত মিলেছে যে, এই ভাইরাস দীর্ঘ সময় সক্রিয় থাকতে পারে। যেমনটা দেখা গেছে বৃটেনে। সেখানে ৬১ দিন পরও ৭৮ বছর বয়সী একজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। সেক্ষেত্রে ট্রাম্পের বয়স ৭৪ বছর। করোনা ভাইরাস সংক্রমণের দিক দিয়ে এ বয়সকে অত্যৗল্প ঝুঁকিপূর্ণ ধরা হয়। ওদিকে ট্রাম্প নিজেকে রোগমুক্ত দাবি করে একটি টুইট করলে তা রোববার ‘হাইড’ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ওই পোস্টটি তাদের ভুল তথ্য সম্পর্কিত আইন ভঙ্গ করে এবং ক্ষতিকর ভুল তথ্য প্রচারিত হয় এর মাধ্যমে। ফলে ট্রাম্পের টুইটের ওপরে টুইটার কর্তৃপক্ষ একটি নোটিশ সেঁটে দিয়েছে। কোনো ব্যবহারকারী সেই নোটিশে ক্লিক করার পর ট্রাম্পের টুইট দেখতে পাবেন। উল্লেখ্য, করোনা পজেটিভ ধরা পড়ার পর ট্রাম্পকে ২রা অক্টোবর ভর্তি করা হয় ওয়াল্টার মিলিটারি মেডিকেল সেন্টারে। সেখানে তিনদিন চিকিৎসা নিয়ে তিনি ফিরেছেন হোয়াইট হাউজে। ওই হাসপাতালে তাকে পরীক্ষামুলক এন্টিবডি সৃষ্টিকারী ওষুধ দেয়া হয়। এই ওষুধের প্রস্তুতকারক রিজেনারন। তাদের উদ্ভাবিত এই ওষুধ কয়েক মাসের জন্য রোগমুক্তি দিতে পারে। এ বিষয়ে রিজেনারণের প্রধান নির্বাহী কর্মকর্তা লিওনার্দ শ্লিফার রোববার সিবিএস ফেস দ্য নেশনকে বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে কয়েক দশক ধরে একটি টিকার কার্যকারিতা থাকে। তবে যদি আপনি যদি আমাদের এই ওষুধটি প্রয়োগ করেন, তবে সেক্ষেত্রে কতদিন তা স্থায়ী হবে তা এখনও নিশ্চিত নয়। এখন যদি আপনি পরীক্ষামুলকভাবে আমাদের এই ওষুধ প্রয়োগ করেন তাহলে হয়তো তা কয়েক মাস কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর