1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০২ অপরাহ্ন

ডেস্কটপ সার্চে ডার্ক মোড ফিচার

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল অবশেষে ডেস্কটপে সার্চের ক্ষেত্রে ডার্ক মোড ফিচার চালু করল। গত ডিসেম্বরে এটির পরীক্ষা শুরু হলেও এখন আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করা হয়েছে। গুগলের প্রোডাক্ট সাপোর্ট ম্যানেজার এক বিবৃতিতে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারী নতুন ফিচারটি উপভোগ করতে পারবেন। আর এটি চালু করতে প্রথমে সেটিংস, এরপর সার্চ সেটিংসে যেতে হবে। সেখানে অ্যাপেয়ারেন্স থেকে ‘ডার্ক’ নির্বাচন করে দিতে হবে। এছাড়া ডিভাইস ডিফল্ট অপশন চালু করে রাখলে স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের সেটিংস অনুযায়ী থিম পরিবর্তন হবে বলেও জানানো হয়েছে। অনেক ব্যবহারকারী ‘সান আইকন’ দেখতে পাচ্ছেন, সেটিংস পেজে না গিয়ে সেটি চালু-বন্ধ করেই থিম পরিবর্তন করতে পারছেন তারা। তবে সান আইকন আনুষ্ঠানিক আপডেটের অংশ নাকি ভিন্ন পরীক্ষা তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর