1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন

ঢাকায় আক্রান্ত সাড়ে ৭ লাখ- এমন তথ্যই দেননি ড. ক্লিমেন্স

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০
  • ১২০ বার পড়া হয়েছে

ঢাকায় নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে সাত লাখ—দি ইকোনমিস্টকে এমন তথ্য দেওয়ার কথা নাকচ করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) নির্বাহী পরিচালক ড. জন ডি ক্লিমেন্স।

আন্তর্জাতিক সাময়িকী দি ইকোনমিস্টে একটি প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে ঢাকায় সাড়ে সাত লাখ মানুষ আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশিত হওয়ার পর গতকাল শনিবার সন্ধ্যায় তিনি এক ব্যাখ্যায় ওই তথ্য নাকচ করেন। তিনি বলেন, আইসিডিডিআরবি,র কর্মীদের আক্রান্ত হওয়ার হার থেকে ঢাকা শহরে আক্রান্তের হার হিসাব করা অযৌক্তিক।

ড. ক্লিমেন্স বলেন, এ পর্যন্ত আইসিডিডিআর,বির মহাখালী ক্যাম্পাসের প্রায় দুই হাজার কর্মীর মধ্যে ৪ থেকে ৫ শতাংশ করোনা সংক্রমিত হয়েছেন। কিন্তু আইসিডিডিআর,বির ৪ থেকে ৫ শতাংশ কর্মী আক্রান্ত হওয়ার অর্থ ঢাকার ৪ থেকে ৫ শতাংশ ‘কমিউনিটি ট্রান্সমিশন’ নয়।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর