1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতবারের মতো এবারও ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ লাখ ২২ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

দেশের বাকি বিভাগীয় শহরে অনুষ্ঠিত পরীক্ষা নিয়ে উপাচার্য জানান, ঢাকার বাইরে আরও সাতটি বিভাগীয় শহরে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, সে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের পক্ষে ব্যবস্থাপনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি ব্যবস্থাপনায় ৬৮ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং বাকি ৫৪ হাজারের বেশি পরীক্ষার্থী বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনায় পরীক্ষা দিয়েছেন। সব উপাচার্যের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, সেখানেও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে পুলিশের মহাপরিদর্শককে অনুরোধ করেছিলাম সর্বাত্মক সহযোগিতার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, মহাপরিদর্শক, কমিশনারসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করেছেন। ফলে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

প্রশ্নফাঁসের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘অসাদু চক্র, নানা ধরনের অপপ্রয়াস, ডিজিটাল জালিয়াতি, প্রশ্নফাঁস এ রকম নানা ধরনের অসাধু তৎপরতা ছিল। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর ও গণমাধ্যমের সহযোগিতায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা (অসাধু চক্র) সাহস পায়নি। তবে আমাদের সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে চার ইউনিট মিলিয়ে দুই লাখ ৯৮ হাজার ৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার মোট আসন ৫ হাজার ৯৬৫টি। সে হিসেবে আসনপ্রতি লড়ছেন প্রায় ৫০ জন পরীক্ষার্থী।

জানা যায়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮৬টি। এ ইউনিটে মোট আসন দুই হাজার ৯৩৪টি। সে হিসেবে আসনপ্রতি লড়ছেন প্রায় ৪২ জন পরীক্ষার্থী।

এ ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

এ ছাড়া ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর