1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

ঢোকা যাচ্ছে না বিডিনিউজে

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪ বার পড়া হয়েছে

ঢোকা যাচ্ছে না অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে। শুক্রবার দুপুরের পর থেকে বিকেল পৌনে ৫টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওয়েবসাইটটিতে ঢোকা যায়নি। সাইটটি ব্রাউজ করতে গেলে সেখানে কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না, পুরোটা ফাঁকা দেখাচ্ছে। নিচে শুধু ‘প্রধান সম্পাদক ও প্রকাশক : তৌফিক ইমরোজ খালিদী’ লেখাটি আসে। আবার কেউ কেউ সাইটটিতে প্রবেশ করতে গেলে ‘Sorry, you have been blocked’ লেখাটি আসে।

এ ব্যাপারে বিডিনিউজের একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেরাও দুপুরের পর থেকে সাইটে ঢুকতে পারছেন না। কি হয়েছে তাও তারা বুঝতে পারছেন না।

বিডিনিউজের এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, ‘দুপুরের পর থেকে আমিও সাইটে ঢুকতে পারছি না। সাইবার অ্যাটাক কিনা আমরা এখনই তা নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি নিয়ে আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে।’

এদিকে, দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক সাংবাদিককে বিডিনিউজে ঢুকতে না পারার বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিতে দেখা গেছে। অনেকে সাইটটি দেখতে না পাওয়ায় শঙ্কা প্রকাশ করেন। কোনো কোনো সাংবাদিক সাইবার আক্রমণের শঙ্কাও প্রকাশ করেছেন।

যুক্তরাজ্য প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘পুরো সাইট ফাঁকা করে দেওয়া হলো কেন? বাংলা ও ইংরেজি দুই সাইটেরই একই অবস্থা। কী প্রকাশ করেছিল তারা?’

নিউ এজ পত্রিকার সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও এক টুইটে লিখেছেন, বিডিনিউজ সাইবার আক্রমণের শিকার হয়েছে। আজ সকাল থেকেই সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর