1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন

তাকে জিজ্ঞেস করেন, আমাকে কেন সব বলছেন: পরীমনি

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

বছরের শেষ দিনে পরীমনির স্ট্যাটাসে শোরগোল বিনোদন ইন্ডাস্ট্রিতে। স্বামী, বাচ্চা নিয়ে একটা সুন্দর সময় কাটাচ্ছিলেন। হঠাৎ কী হলো? রোববার রাতে কথোপকথনে উঠে এল তার খানিক ইঙ্গিত।

কী অবস্থা বলেন তো?

অবস্থা ভালো না।

সেটা বুঝতে পেরেছি। আপনি বাসায়?

হুম।

স্ট্যাটাস দেওয়ার কারণটা কি বলবেন?

বলব, পরে।

কেন এ রকম হচ্ছে বলেন না?

তারে (শরিফুল রাজ) জিজ্ঞেস করেন। আমাকে জিজ্ঞেস করছেন কেন সব?

ফোন ধরছে না

ধরবে না। ধরবে কেমনে?

তিনি কি বাসায়, নাকি বাইরে?

বাসায়।

আপনারা না পরিবারের লোকজন সবাই মিলে বসলেন?

আনছিলাম ফ্যামিলি। ফ্যামিলি তো আরেক…। কেমনে বুঝব?

এখন তাহলে কী করতে চাচ্ছেন?

(মাঝে পরীমনির বাচ্চার শব্দ পাওয়া যায়। পরী বাচ্চাকে আদর করে।)

তাহলে এত সুন্দর একটা বাচ্চা রেখে কেন এমন করছে?

আর বইলেন না। ক্যারিয়ারের এত সুন্দর একটা টাইম। নিজের যত্ন নেবে। কাজ করবে…

নট অনলি ক্যারিয়ার। ফ্যামিলি টাইমটাও সুন্দর একটা সময় পার করছে?

(বাচ্চার কথার শব্দ পাওয়া যায়।) ও (বাচ্চা) এখন চাচ্ছে না মোবাইলে কথা বলি।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর