1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

তানিয়াই বারবার বিচ্ছেদ চেয়েছিল: টুটুল

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

ডেইলি খবর বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রে গিয়ে ফের বিয়ে করে সংগীতশিল্পী এসআই টুটুল এখন বলছেন আমি নই, তানিয়াই বারবার বিচ্ছেদ চেয়েছিল। ভালোবেসে দুই যুগ আগে বিয়ে করেছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। কিন্তু সুখের হয়নি দাম্পত্য জীবন। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এর আগে প্রায় ৫ বছরের মতো আলাদা ছিলেন এই দুই তারকা। গত বছর জুলাইয়ের শেষের দিকে হঠাৎ প্রকাশ্যে আসে টুটুল-তানিয়ার বিয়েবিচ্ছেদের খবর। শুধু তাই নয়, টুটুল যুক্তরাষ্ট্রে ফের বিয়ে করেছেন বলেও জানা যায়। বিয়ে-বিচ্ছেদ নিয়ে কয়েক দফা কথা বলেছেন তানিয়া। তবে সেভাবে মুখ খোলেননি টুটুল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই গায়ক। বিচ্ছেদের কারণ নিয়ে টুটুল একটি গণমাধ্যমে বলেন, ‘এটা সত্যি যে তানিয়ার সঙ্গে আমি কখনো বিবাহবিচ্ছেদটা চাইনি। আমার নিজের উদ্যোগেও বিচ্ছেদ করিনি বরং তানিয়াই বারবার বিচ্ছেদ চেয়েছিল। কেন চেয়েছিল, সত্যটা সে নিজেই সবচেয়ে ভালো বলতে পারবে। সে তো বলেছে সে সত্যটা বলে দেওয়াই পছন্দ করে, তাই এই বিষয়টা তার কাছে জানতে চাইলে ভালো হবে।’
বিচ্ছেদের জন্য তানিয়াকেই দায়ী করেন টুটুল। তার কথায়, ‘তানিয়াই আমাকে বলেছিল, সে স্বাধীনভাবে জীবন যাপন করতে চায়, সংসারের কোনো বাধ্যবাধকতা সে আর একেবারেই চায় না। সে বলেছিল, যখন যেখানে খুশি বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে, কখন ফিরবে, এসব কোনো কিছুই আমি জানতেও চাইতে পারব না ইত্যাদি। একসময় সেভাবেই চলা শুরু করে। এছাড়া আমার সঙ্গে তার ব্যবহার-আচার এবং অনেক কিছুই, যা আমি মেনে নিতে পারিনি। তাই বিচ্ছেদে আমিও একসময় রাজি হয়ে যাই।’
তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর এক বছরের বেশি সময় সিঙ্গেল ছিলেন টুটুল। পরে দ্বিতীয় বিয়ের এই গায়ক। টুটুল জানান, ‘তানিয়ার সঙ্গে আমার বিবাহবিচ্ছেদের যখন এক বছরের বেশি সময় পার হয়ে গেছে, সেই সময়ে আমি একজন সিঙ্গেল মানুষ হিসেবে জীবন কাটাচ্ছিলাম। তখন একটা অনুষ্ঠানের কাজে নিউ ইয়র্কে আসি। সেখানে একজনের সঙ্গে দেখা হয়, পরে সখ্য হয়, একটা সম্পর্ক গড়ে ওঠে। আমাদের বিয়ের কথাও হয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো হুকুম হয়নি তাই, কখনো কোনোভাবেই আমাদের বিয়ে হয়নি। আমাদের সম্পর্কটা পরিচয়, সখ্য বা প্রেম পর্যন্তই সীমাবদ্ধ ছিল।’

তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন এসআই টুটুল
এদিকে মিডিয়ায় খবওে প্রকাশ তানিয়ার সঙ্গে বিচ্ছেদেররপরই যুক্তরাষ্ট্রে গিয়ে টুটুল দ্বিতীয় বিয়ে করেছেন। সুখী দম্পতি হিসেবেই শোবিজে পরিচিত অভিনেত্রী তানিয়া আহমেদ ও সঙ্গীত শিল্পী এসআই টুটুল। কিন্তু সেই সুখী দম্পতি আর একসঙ্গে নেই। এক বছর হয় বিচ্ছেদ হয়েছে তাদের। তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো সম্প্রতি। সংগীত শিল্পী এসআই টুটুল নতুন করে বিয়ে করায় তানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরটি সামনে আসে। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন টুটুল। তার ঘনিষ্ঠ এক সূত্র খবরটি জানায়।
পরে এসআই টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেন। গায়ক টুটুল বলেন, ‘আমরা গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। খুব জলদিই এখানে ও বাংলাদেশে বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠান করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এসআই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রে থাকার জন্য গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ সোনিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘আমি ১২ বছর ধরে সিঙ্গল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটি শোয়ে কাজ করতে গিয়ে। নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমারা একসঙ্গে বাকি জীবন থাকতে পারি, তখন তুমি থেকে আমরা হয়ে গেলাম।’উভয় জানান, মুসলিম রীতিতে তাদের আক্দ হয়েছে। খুব শিগগিরই বিয়ের অনুষ্ঠান হবে। আশা করছি বিয়েতে বন্ধু- বান্ধবরা উপস্থিত থাকবে। শুরু হবে জীবনের দ্বিতীয় বিয়ের সুখের জীবন।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর