কথা, রিমঝিম, ফাইজা—শিল্পী ডলি সায়ন্তনীর তিন মেয়ে। এবার তাঁদের নিয়ে একটি গানে কণ্ঠ দিলেন ডলি। ‘পারিনি ভুলতে’ শিরোনামের গানটি ইংরেজি ও বাংলার সংমিশ্রণে তৈরি হয়েছে। সংগীত করেছেন আকাশ মাহমুদ।
গতকাল সংগীত পরিচালক সুমন কল্যাণের ডি স্টেশন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ডলি বলেন, ‘মেয়েরাও আমার মতো গানপাগল। অনেক দিনের ইচ্ছে ছিল ওদের সঙ্গে একটা গান করার। এবার সেই ইচ্ছে পূরণ হলো। সুন্দর একটা গান হয়েছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’ কথা, রিমঝিম ও ফাইজার এটিই প্রথম মৌলিক গান।
রিমঝিম ও ফাইজা ঢাকায় গানটিতে কণ্ঠ দিলেও কথা মালয়েশিয়া থেকে কণ্ঠ দিয়েছেন।