করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু ক্রিকেট খেলুড়ে দেশ স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন এবং ম্যাচের আয়োজন করেছে। ইংল্যান্ডে তো রীতিমতো আন্তর্জাতিক ম্যাচ চলছে। তবে অবশ্যই দর্শকশূন্য স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এক অদ্ভুত সমস্যায় পড়েছে আয়ারল্যান্ড। দর্শকশূন্য স্টেডিয়ামের আসনগুলোর রং সাদা হওয়ায় ফিল্ডিংয়ের সময় বল দেখতে বিপত্তিতে পড়ছেন ফিল্ডাররা। আগামী ৩০ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে।
সাউদাম্পটনের আজিয়াস বোলে উইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেছিল ইংলিশরা। এই মাঠেই এখন নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে আয়ারল্যান্ড দল। কোচ গ্রাহাম ফোর্ড সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখানকার গ্যালারি নিয়ে কিছু দুর্ভাবনা আছে। আসনগুলো ক্রিম বা সাদা এবং এর মাঝেই ফাঁকা স্টেডিয়ামে সাদা বলে খেলতে হবে। তাই ফিল্ডারদের জন্য ব্যাকগ্রাউন্ড একটি চ্যালেঞ্জ হতে পারে।’
আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি বলেন, ‘এখানে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তবে প্রস্তুতির জন্য আমরা আরো এক সপ্তাহ সময় পাচ্ছি। এটি নিশ্চিত করতে হবে যে সবাই যেন স্বস্তিতে ফিল্ডিং করতে পারে এবং সবার চোখ যাতে অভ্যস্ত হয়ে ওঠে। ক্রিম ও সাদা আসনের সামনে সাদা বলে খেলা খানিকটা বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে প্রস্তুতির জন্য আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি যেন এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে না হয়।’