ডেইলি খবর ডেস্ক: দিহান ওরফে ডিজুস বয় শক্তিধর্ষক ওষুধ খেয়েছিলেন কিনা,পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর কলাবাগানে স্কুল শিক্ষার্থী ধর্ষণ-হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহান ওরফে ডিজুস বয় কোনো মাদক বা যৌন শক্তিবর্ধক ওষুধ সেবন করেছিলেন কিনা, তা পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা বুধবার এ আদেশ দেন। এর আগে গত ১০ জানুয়ারি ডিএনএ টেষ্ট এবং জব্দ করা আলামত পরীক্ষার আবেদনও একই আদালত মঞ্জুর করেছিলেন। গত ৭ জানুয়ারি কলাবাগানে নিজেদের বাসা থেকে মাস্টার মাইন্ড স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর মডার্ন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু দিহান। তবে তার আগেই মেয়েটির মৃত্যু হয়।
পরদিন ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন,ওই মেয়ের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যৌনাঙ্গ ও পায়ুপথে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মামলার পর দিহান আদালতে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন।