দুই দিন বিরতি দিয়ে থাইল্যান্ডে নতুন করে তিনজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে এরা তিনজনই বিদেশ ফেরত শিক্ষার্থী এবং কোয়ারিন্টিনে ছিলেন। এতে দেশটিতে করোনা রোগীর সংখ্যা হলো ৩ হাজার ২৮ জন। মারা গেছে ৫৬ জন। রবিবার থাই সরকারের কভিড-১৯ সেন্টারের মুখপাত্র টাউইসিন উইসানয়োথিন এ তথ্য জানান।
থাইল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় রবিবার থেকে শপিং মল ও ডিপার্টমেন্ট স্টোরগুলো খোলার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে রাতের কারফিউ এক ঘন্টা কমানোর ঘোষণা দেয়া হয়েছে।
সূত্র: রয়টার্স