1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১২:৩৬ পূর্বাহ্ন

দুদকে ১৩০ সহকারী পরিচালক নিয়োগ

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৪ বার পড়া হয়েছে

সহকারী পরিচালক পদে ১৩০ জনকে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জুন) দুদক সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ১২ জুন সকাল ৯টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, সহকারী পরিচালক পদে যোগদানকারী নবনিযুক্ত কর্মকর্তাদের বিয়াম ফাউন্ডেশনে (অনাবাসিক) ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিতে হবে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। শিক্ষানবিস সময় হবে দুই বছর।

এর আগে, গত ২১ এপ্রিল ১৪৪ জনকে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। যেখান থেকে ১৩৫ জন উপ-সহকারী পরিচালক দুদকের যোগদান করেন।

২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দুদক। এরপর লিখিত পরীক্ষায় সহকারী পরিচালকের ১৩২টি শূন্য পদে ৯৩ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২ হাজার ৪৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্যদিকে উপ-সহকারী পরিচালক পদে ৮২২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

 

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর